Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
Required documents for New Voter
বিস্তারিত

নতুন ভোটার অন্তর্ভূক্তি ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদি জমা প্রদান করতে হবে।

 

১। অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্রসহ ( অনলাইন ভেরিফিকেশন কপি) দাখিল করতে হবে।

২। পিতা, মাতার NID ফটোকপি (পিতা-মাতা মৃত হলে মৃত্যু সনদের কপি)।

৩। রক্তের গ্রুপ পরীক্ষার প্যাথলজিক্যাল রিপোর্ট।

৪। বিবাহিত হলে স্বামী/ স্ত্রীর NID ফটোকপি এবং কাবিননামা। (স্বামী-স্ত্রী মৃত হলে মৃত্যু সনদের কপি)।

৫। ভাই-বোনের NID ফটোকপি। (প্রযোজ্য ক্ষেত্রে)।

৬। সন্তানের NID/ জন্মসনদ ফটোকপি।

৭। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (৫ম/৮ম/SSC/HSC/অনার্স)সহ সবোর্চ্চ শিক্ষা সনদ।

৮। প্রবাসীদের ক্ষেত্রে পাসপোর্টের ১-১০ নং পাতা পর্যন্ত দাখিল করতে হবে, টিকিটের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৯। চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূলকপি।

১০। ইতোপূর্বে ভোটার হননি এইমর্মে চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং অঙ্গীকারনামা মূলকপি।

১১। বাবা/মা/ভাই/বোন/স্বামী/ শ্বশুড়/শাশুড়ী নামে চৌকিদারী রশিদের হালনাগাদ ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে মূল কপি প্রদর্শন করতে হবে।

১২। বাবা/মা/ভাই/বোন/স্বামী/শ্বশুড়/শাশুড়ী নামে বিদ্যুৎ বিল পরিশোধের হালনাগাদ কপি।

১৩। ড্রাইভিং লাইসেন্স (যদি থাক)।

১৪। বি:দ্র: সকল কাগজপত্র A4 সাইজের হতে হবে।


উপরের সকল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে অনলাইনে http://services.nidw.gov.bd

এই লিংকে প্রবেশ করে আবেদন ফরম-২ ডাউনলোড করতে হবে।


আবেদন ফরম-২ এর ৩৪ এবং ৩৫ নম্বর অংশে শনাক্তকারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং স্বাক্ষর প্রদান করতে হবে। (শনাক্তকারী হিসেবে বাবা/মা/ভাই/বোন/স্বামী/স্ত্রী যে কোন একজন)


আবেদন ফরম-২ এর ৪০, ৪১ এবং ৪২ নম্বর তথ্যে যাচাইকারী ( যাচাইকারী হিসেবে চেয়ারম্যান) নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং সীলসহ স্বাক্ষর নিতে/করতে হবে।

প্রকাশের তারিখ
25/09/2024
আর্কাইভ তারিখ
01/01/2026