Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নতুন ভোটার নিবন্ধন সেবা।

নতুন ভোটার অন্তর্ভূক্তি ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদি জমা প্রদান করতে হবে।

 

১। অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্রসহ ( অনলাইন ভেরিফিকেশন কপি) দাখিল করতে হবে।

২। পিতা, মাতার NID ফটোকপি (পিতা-মাতা মৃত হলে মৃত্যু সনদের কপি)।

৩। রক্তের গ্রুপ পরীক্ষার প্যাথলজিক্যাল রিপোর্ট।

৪। বিবাহিত হলে স্বামী/ স্ত্রীর NID ফটোকপি এবং কাবিননামা। (স্বামী-স্ত্রী মৃত হলে মৃত্যু সনদের কপি)।

৫। ভাই-বোনের NID ফটোকপি। (প্রযোজ্য ক্ষেত্রে)।

৬। সন্তানের NID/ জন্মসনদ ফটোকপি।

৭। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (৫ম/৮ম/SSC/HSC/অনার্স)সহ সবোর্চ্চ শিক্ষা সনদ।

৮। প্রবাসীদের ক্ষেত্রে পাসপোর্টের ১-১০ নং পাতা পর্যন্ত দাখিল করতে হবে, টিকিটের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

৯। চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূলকপি।

১০। ইতোপূর্বে ভোটার হননি এইমর্মে চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র এবং অঙ্গীকারনামা মূলকপি।

১১। বাবা/মা/ভাই/বোন/স্বামী/ শ্বশুড়/শাশুড়ী নামে চৌকিদারী রশিদের হালনাগাদ ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে মূল কপি প্রদর্শন করতে হবে।

১২। বাবা/মা/ভাই/বোন/স্বামী/শ্বশুড়/শাশুড়ী নামে বিদ্যুৎ বিল পরিশোধের হালনাগাদ কপি।

১৩। ড্রাইভিং লাইসেন্স (যদি থাক)।

১৪। বি:দ্র: সকল কাগজপত্র A4 সাইজের হতে হবে।


উপরের সকল প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে অনলাইনে এই লিংকে প্রবেশ করে আবেদন পরবর্তী  ফরম-২ ডাউনলোড করতে হবে।


আবেদন ফরম-২ এর ৩৪ এবং ৩৫ নম্বর অংশে শনাক্তকারীর জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং স্বাক্ষর প্রদান করতে হবে। (শনাক্তকারী হিসেবে বাবা/মা/ভাই/বোন/স্বামী/স্ত্রী যে কোন একজন)


আবেদন ফরম-২ এর ৪০, ৪১ এবং ৪২ নম্বর তথ্যে যাচাইকারী ( যাচাইকারী হিসেবে চেয়ারম্যান) নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং সীলসহ স্বাক্ষর নিতে/করতে হবে।