Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভোটার স্থানান্তর করতে যা প্রয়োজন।

ভোটার স্থানান্তরের বা NID বর্তমান ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে  প্রয়োজনীয় দলিলাদি জমা প্রদান করতে হবে।

১। আবেদনকারী স্ব-শরীরে অফিসে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে।

২। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৩। পিতা/মাতা/ভাই/বোন/স্বামীর NID ফটোকপি।

৪। চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূলকপি।

৫। বাবা/মা/ভাই/বোন/স্বামী/শ্বশুড়/শ্বাশুড়ীর নামে বিদ্যুৎ বিল পরিশোধের হালনাগাদ কপি।

৬। বাবা/মা/ভাই/বোন/স্বামী/শ্বশুড়/শ্বাশুড়ীর নামে চৌকিদারী রশিদের হালনাগাদ ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে মূল কপি প্রদর্শন করতে হবে।

৮। স্থানান্তর ফরম-১৩