ভোটার স্থানান্তরের বা NID বর্তমান ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে প্রয়োজনীয় দলিলাদি জমা প্রদান করতে হবে।
১। আবেদনকারী স্ব-শরীরে অফিসে উপস্থিত হয়ে আবেদন জমা দিতে হবে।
২। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩। পিতা/মাতা/ভাই/বোন/স্বামীর NID ফটোকপি।
৪। চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের মূলকপি।
৫। বাবা/মা/ভাই/বোন/স্বামী/শ্বশুড়/শ্বাশুড়ীর নামে বিদ্যুৎ বিল পরিশোধের হালনাগাদ কপি।
৬। বাবা/মা/ভাই/বোন/স্বামী/শ্বশুড়/শ্বাশুড়ীর নামে চৌকিদারী রশিদের হালনাগাদ ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে মূল কপি প্রদর্শন করতে হবে।
৮। স্থানান্তর ফরম-১৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস